1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিলেট জেলা মহিলা আ'লীগের দোয়া মাহফিল
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ন




২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিলেট জেলা মহিলা আ’লীগের দোয়া মাহফিল

সিলেট প্রতিনিধি
    আপডেট : ২৭ আগস্ট ২০২০, ৩:৫১:২১ অপরাহ্ন

 

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমান ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহত শহীদদের স্মরণে
সিলেট জেলা মহিলা আ’লীগের উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  বাদ আছর সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাছিত এর বাসায় সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা সংসদ সদস্য জেয়বুন নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক  মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমিন হোসেন।

এসময় বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সবসময় রাজপথেই কাজ করেছেন। তিনি ছিলেন, নিরঅহংকার, রাজপথের নেতা। আওয়ামী লীগে সুসময় কিংবা দুঃসময়- সবসময় রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

নেতৃবৃন্দ বলেন, আইভি রহমান দেশের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সম্মুখসারির যোদ্ধা ছিলেন।
তারমতো এমন একজন মুজিব আদর্শের সৈনিক ও নিরহংকারী মানুষের মৃত্যুকে মেনে নেয়া খুবই কষ্টের।

এ সময় সিলেট জেলা মহিলা আ’লীগের নেতৃবৃন্দ
২১ আগস্ট বোমা হামলাকারীদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি করেন।

উক্ত অনুষ্টানে অন্যান্যর মাঝে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সালমা বাছিত, সহ সভাপতি  বিলকিস নুর,সাধারণ সম্পাদক সালমা সুলতানা, যুগ্মসাধারণ সম্পাদক হেলেন আহমেদ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জহুরা রওশন জেবিন, মাদুরি গুন, সিলেট জেলা পরিষদের সদস্য  সুষমা সুলতানা রহি,নাসিমা বেগম, নুরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020