1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন
সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০১:৪৭ অপরাহ্ন
২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ৩০ জুলাই ২০২২, ৮:০৪:৪০ অপরাহ্ন

সিলেট জেলা ও মহানগর শাখা হরিজন সম্প্রদায়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) সিলেটের জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত হরিজনরা দেশের মৌলিক চাহিদা হতে বঞ্চিত। তারা নামে ১০০০ থেকে ১২০০ টাকা মজুরীতে চাকুরী করছে সিটি কর্পোরেশনেসহ নানান প্রতিষ্ঠানে। এতে করে তারা তাদের নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আয়কর বিশেষজ্ঞ এডভোকেট মোখলেছ রহমান, বাংলাদেশ দলিত গোষ্ঠীর সভাপতি স্বপন কুমার ঋষি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি সুজন লাল, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার সহ-সভাপতি সেলিম লাল, দক্ষিণ সুরমা উপজেলা হরিজন ঐক্য পরিষদের হীরন লাল, রতন লাল, রানা লাল, সন্দ্বীপ লাল, দলা বাসপর, জালাল বাসপর, মোহন লাল সহ প্রমুখ।
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020