দ্বাদশ জাতীয় নির্বাচনে সবগুলো অর্থাৎ ৩০০ আসনে ব্যালটে ভোট নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩ এপ্রিল) নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে তিনি এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। এর আগে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ইসির কাছে যে ইভিএম আছে তার অধিকাংশ খারাপ। এর জন্য অর্থ মন্ত্রণালয়ে অর্থ চাওয়া হয়। কিন্তু টাকা না পাওয়ায় ইভিএম মেরামত করতে পারছে না। এমতাবস্থায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট নেবার সিদ্ধান্ত হয়েছে।