1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
৩৯৬ বাংলাদেশি ঢাকা ছাড়লেন করোনামুক্ত’ সনদ নিয়ে
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন




৩৯৬ বাংলাদেশি ঢাকা ছাড়লেন করোনামুক্ত’ সনদ নিয়ে

Banglanews24ny
    আপডেট : ২৪ জুলাই ২০২০, ৪:১৩:০৭ অপরাহ্ন

৩৯৬ বাংলাদেশি ঢাকা ছাড়লেন করোনামুক্ত’ সনদ নিয়ে ।বিদেশ যেতে এই সনদ বাধ্যতামূলক করার পর বৃহস্পতিবার প্রথম দফায় দুই ফ্লাইটে এই যাত্রীরা বিদেশ যান।নির্ধারিত ফ্লাইটে টিকিট কিনলেও করোনা পজিটিভ আসায় ৮ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।এছাড়া সরকার নির্ধারিত কেন্দ্রের বাইরে পরীক্ষা করানোসহ আরও কিছু কারণে ৩৪ জন যাত্রীকে বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হয়নি।কাতার ও টার্কিশ এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইটে বৃহস্পতিবার রাতে এই যাত্রীরা ঢাকা ছাড়েন।এছাড়া চট্টগ্রাম থেকে শুক্রবার একটি ফ্লাইটে আরো দুই শতাধিক যাত্রীর বিদেশে যাওয়ার কথা রয়েছে।সম্পর্কিত খবর সম্প্রতি বাংলাদেশ থেকে চীন, ইতালিসহ কয়েকটি দেশে যাওয়া বাংলাদেশিদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। বাংলাদেশ থেকে ভূয়া সনদ নিয়ে বিদেশ যাওয়ার খবর প্রকাশ হয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

এতে ইমেজ সঙ্কট দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় সরকার নির্ধারিত কেন্দ্রে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে বিদেশ যাওয়া বাধ্যতামূলক করে। বৃহস্পতিবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে।বিদেশযাত্রায় সরকার নির্ধারিত কেন্দ্রগুলো থেকে করোনা পরীক্ষার সনদ নেয়ার বাধ্যবাধকতার প্রথম দিনে সে বিষয়ে কঠোর অবস্থানে ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।সম্প্রতি ইতালিতে বাংলাদেশিদের ভুয়া সনদ কেলেঙ্কারি অনিশ্চয়তায় ফেলেছিল হাজারো বিদেশগামী বাংলাদেশিদের। পরিস্থিতির উন্নয়নে নির্দিষ্ট ১৬টি কেন্দ্র থেকে বিদেশগামীদের জন্য সনদ সংগ্রহ বাধ্যতামূলক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই নির্দেশনা মেনে প্রথমবারের মতো বৃহস্পতিবার রাতে কাতার ও টার্কিশ এয়ারলাইন্সের আলাদা দুটি ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৯৬ জন যাত্রী। তবে নির্ধারিত কেন্দ্রের বাইরে থেকে সনদ সংগ্রহ করাসহ নানা কারণে কর্তৃপক্ষের বাধায় দুই ফ্লাইটে ৩৪ জন যাত্রীকে ইমিগ্রেশন পার হতে দেয়া হয়নি।রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020