দশ দিন আগে হবিগঞ্জ থেকে নিখোঁজ হয়েছিলেন তিন জন মাদ্রাসা ছাত্র। নিখোঁজের ১০ দিনের মাথায় চট্টগ্রাম থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বিকেলে তারা নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া ছাত্ররা হলো, বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহীদের ছেলে জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে রাহিম উদ্দিন (১৪)। এরা বাহুবল জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার ছাত্র।
এ ব্যাপারে বাহুবল থানার এসআই আশিস চন্দ্র তালুকদার জানান, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ওই তিন ছাত্র চট্টগ্রামের সদরঘাট এলাকায় মালপত্র তোলার কাজ করতে থাকে। একপর্যায়ে তারা ক্ষুধায় কান্নাকাটি শুরু করে। এ সময় জনৈক আল আমিন তাদের কান্নাকাটির কারণ ও পরিচয় জানতে পেরে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ তাদের উদ্ধার করে বাহুবল থানাকে অবগত করে।
ওই দিন রাতে বাহুবল থানার পুলিশ তাদের চট্টগ্রাম থেকে নিয়ে আসে। বর্তমানে তিন ছাত্র তাদের অভিভাবকদের কাছে রয়েছেন।