1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
৪ আন্তঃনগর ট্রেনের ছুটি বাতিল
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:১১ অপরাহ্ন




৪ আন্তঃনগর ট্রেনের ছুটি বাতিল

Banglanews24ny
    আপডেট : ২৩ জুলাই ২০২০, ১১:০৮:৫৯ অপরাহ্ন

ঈদুল আজহার আগের দিন ৩১ জুলাই কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস,বনলতা এক্সপ্রেস, ও লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে, ঈদের পূর্বে এবং ঈদের পরে যথারীতি সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বলবত থাকবে।বৃহস্পতিবার বাংলাদেশ রেলয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট ঈদুল আজহা উপলক্ষে বর্তমানে চলাচলকারী আন্তঃনগর ট্রেন সমূহ পরিচালনা অব্যাহত থাকবে।

ঈদের দিন ও ঈদের পরের দিন সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।অপরদিকে ঈদুল আজহা উপলক্ষে আগামী ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সব ধরনের মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত সাধারণ ছুটি শেষে সরকারি নির্দেশে গত ৩১ মে থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। তবে সাধারণ ছুটি থাকাকালীন মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল।




খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদ







Copyright © Bangla News 24 NY. 2020