1. sparkleit.bd@gmail.com : K. A. Rahim Sablu : K. A. Rahim Sablu
  2. diponnews76@gmail.com : Debabrata Dipon : Debabrata Dipon
  3. admin@banglanews24ny.com : Mahmudur : Mahmudur Rahman
  4. mahmudbx@gmail.com : Monwar Chaudhury : Monwar Chaudhury
৫ম সম্মেলন উপলক্ষে সিলেটে সম্মিলিত সামাজিক আন্দোলনের পোষ্টারিং
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২, ০৪:৫৬ পূর্বাহ্ন
৫ম সম্মেলন উপলক্ষে সিলেটে সম্মিলিত সামাজিক আন্দোলনের পোষ্টারিং

বাংলানিউজএনওয়াই ডেস্ক::
    আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ৮:২০:৩৬ অপরাহ্ন

৫ম জাতীয় সম্মেলনকে সামনে রেখে সিলেটের বিভিন্ন স্থানে পোষ্টারিং কার্যক্রম সম্পন্ন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি।

সদস্য সচিব সন্দীপন শুভর নেতৃত্বে নগরের বিভিন্ন দেয়ালে পোস্টারিংকালে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সদস্য মাসুম খান; হেলাল উদ্দিন;স্বপ্নীল চক্রবর্ত্তী প্রমুখ। এ সময় সাথে থেকে সকলকে উৎসাহ ও নির্দেশনা প্রদান করেন সিনিয়র সদস্য এনামুল মুনীর।

সন্দিপন শুভ জানান, ২১ অক্টোবর ঢাকায় ইঞ্জিনিয়ার ইন্সিটিটিউটে সংগঠনের ৫ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই উপলেক্ষে মঙ্গলবার নগরীর জিন্দাবাজার,চৌহাট্টা ; রিকাবীবাজার,লামাবাজারসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সম্মেলনের পোষ্টার লাগানো হয়।

 

 
খবরটি এখনই ছড়িয়ে দিন

এই বিভাগের আরো সংবাদCopyright © Bangla News 24 NY. 2020