সৌদি আরবের বাদশাহ সালমান হাসপাতালে

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২০, ৬:০৮ পূর্বাহ্ণ
সৌদি আরবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আজ সোমবার সকালে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য ভর্তি হয়েছেন।সৌদি নিউজ এজেন্সির মতে, সৌদি বাদশা সালমান (৮৪) রিয়াদের কিং ফয়সাল স্পেশিয়ালিস্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। পিত্তথলি সংক্রমনজনিত সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়।
সালমান বিন আবদুল আজিজ ২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ হন। এর আগে তিনি ক্রাউন প্রিন্স ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রিয়াদের শাসক হিসেবে ৫০ বছরের অধিকাল যাবত দায়িত্ব পালন করেন তিনি।