শিক্ষক কর্তৃক শিশু বলাৎকার,অবশেষে শিক্ষক কারাগারে

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২০, ১:৩১ অপরাহ্ণ
শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর আলম খান কে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার সকালে এই আদেশ দেন আদালত।এর আগে সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আদালতে পাঠায় পুলিশ।জাহাঙ্গীর আলম খান সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি জেলার রায়গঞ্জ উপজেলার বাঐখোলা-রুদ্রপুর গ্রামের মৃত এনতাজ আলীর ছেলে।সদর থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, মাদ্রাসায় আরবি পড়ানোর সময় ক’জন শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে জোড়পূর্বক প্রায়ই বলৎাকার করে আসছিলেন জাহাঙ্গীর আলম খান। দুইদিন আগে অনুরূপ এক ঘটনায় ভুক্তভোগী শিশুটি তার বাবাকে জানায়।ওসি বলেন, পরে সোমবার বিকেলে সদর থানায় ওই শিক্ষার্থীর অভিভাবকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে এই শিক্ষক কে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।