ডব্লিওএইচও প্রধান ‘চীনের কেনা‘ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যে তীব্র ক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২০, ২:১৯ অপরাহ্ণ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস ‘চীনের কেনা লোক বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্যের পর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।পম্পেও এখন ব্রিটেন সফর করছেন। ব্রিটিশ বেশ কয়েকটি মিডিয়া তাকে উদ্ধৃত করে বলেছে, ‘ডব্লিউএইচও প্রধান চীনের কাছে বিক্রি হয়ে গেছেন।
ব্রিটেনে করোনাভাইরাসে এত মানুষের মৃত্যুর কারণ সেটাই।পম্পেওর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের বিবৃতির বিস্তারিত কিছু ডব্লিওএইচও জানে না। কিন্তু যে কোনো ধরনের বিদ্বেষমূলক এবং ভিত্তিহীন অভিযোগ আমরা প্রত্যাখ্যান করি।এ খবর বিবিসির সংস্থাটি জানিয়েছে, ডব্লিউএইচও এই মহামারি মোকাবিলায় এবং জীবন রক্ষায় মনোযোগ অব্যাহত রাখার জন্য প্রতিটি দেশকে অনুরোধ করছে।
বিবিসি জানিয়েছে,
ডব্লিউএইচও প্রধান সম্পর্কে পম্পেওর এ ধরনের অবমাননাকর মন্তব্যে সংস্থার ভেতর প্রচণ্ড ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে। ডব্লিউএইচও মনে করছে, কোভিড নিয়ে যুক্তরাষ্ট্রে যে সঙ্কটে পড়েছে তার ঝাল তারা অন্যের ওপর ঝাড়ছে।