প্রবাসীর বিরুদ্ধে মামলা মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ!

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২০, ৭:০৯ অপরাহ্ণ
মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করায়, প্রবাসীর বিরুদ্ধে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর বিরুদ্ধে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১০টায় এ ঘটনায় ধর্ষিত তরুণীর পালক বাবা বাদী হয়ে অভিযুক্ত প্রবাসী যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।এর আগে, গত ২০ জুলাই উপজেলার চর এলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর যাত্রা গ্রামের একটি মাছের প্রজেক্ট সংলগ্ন ঘরের পেছনে ধর্ষণের এ ঘটনা ঘটে।অভিযুক্ত মো. শিপন (২২), চর এলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর যাত্রা গ্রামের বেলালের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২০ জুলাই চর যাত্রা গ্রামের একটি চা দোকান থেকে মানসিক ভারসাম্যহীন ওই তরুণী বাড়ি ফেরার পথে শিপন জোরপূর্বক তাকে একটি নির্জন মাছের প্রজেক্টের ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করে। ঘটনার দুদিন পরে ধর্ষণের শিকার তরুণীর পালক বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।আগামীকাল তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।তিনি আরো জানান, ধর্ষিত তরুণী নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের বাসিন্দা।সে তার পালক বাবার সঙ্গে চর এলাহী ইউনিয়নের চর যাত্রা গ্রামের বাড়িতে বসবাস করে।