আকাশে ফিরেছে এমিরেটসের এয়ারবাস এ ৩৮০

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২০, ১১:২৭ পূর্বাহ্ণ
গত মার্চ মাসের পর প্রথমবার যাত্রী নিয়ে আকাশে উড়লো এমিরেটসের ফ্ল্যাগশিপ উড়োজাহাজ এ৩৮০ । আজ ১৫ জুলাই সকালে সিডিউল ফ্লাইটটি লন্ডন হিথ্রোর উদ্দেশ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। অনুরূপ আরও একটি ফ্লাইট আজ প্যারিস চার্লস দ্য গল বিমানবন্দরে পৌঁছাবে । মহামারী শুরুর পর এই বিমানবন্দরে এটিই প্রথম এবং একমাত্র এ-৩৮০ ফ্লাইট।
১ আগস্ট থেকে প্রতিদিন আমস্টারডামে এ ৩৮০ এর সাহায্যে এমিরেটসের ফ্লাইট পরিচালিত হবে এবং লন্ডন হিথ্রোতে যাতায়াত করবে দ্বিতীয় দৈনিক ফ্লাইট। আজকের দিনেই ৭টি গন্তব্যে পুনরায় শুরু হচ্ছে এমিরেটসের যাত্রীবাহী সিডিউল ফ্লাইট। গন্তব্য গুলো হলো এথেন্স, বার্সেলোনা, জেনেভা, লারনাকা, মিউনিখ এবং রোম । পরবর্তী দু’দিনে ওয়াাশিংটন ডিসি, ব্রাসেলস ও মালেতেও পুনরায় ফ্লাইট শুরু করছে এয়ারলাইনটি।
এমিরেটসের বর্তমান নেটওয়ার্ক গন্তব্যের সংখ্যা ৫০ টির অধিক। ঢাকা থেকে সপ্তাহে পরিচালিত হচ্ছে চারটি ফ্লাইট। বাংলাদেশ থেকে ভ্রমণকারী যাত্রীরা ভায়া দুবাই এমিরেটস নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারছেন। এমিরেটসের নেটওয়ার্ক সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য www.emirates.com/wherewefly সাইটে পাওয়া যাচ্ছে।-বিজ্ঞপ্তি।