প্রবাসীর স্ত্রীকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ ধর্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২০, ৩:০৮ অপরাহ্ণ
প্রবাসীর স্ত্রীকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ ধর্ষক গ্রেপ্তার। যশোরের বাঘারপাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই যুবককে আটকের পর ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন নির্যাতিত ওই গৃহবধূ। অভিযুক্ত শিহাব উদ্দিন (২৩) উপজেলার জামদিয়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মৃত মাসুম বিল্লাহর ছেলে।
ওই মামলার এজাহারে বলা হয়েছে, ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন যাবত বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে আসছিল। লোক লজ্জার ভয়ে এতদিন তা গোপন রেখেছিলেন ওই গৃহবধূ। একপর্যায়ে বাধ্য হয়ে থানা পুলিশের শরণাপন্ন হন তিনি।ওই ব্যাপারে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আল-মামুন সাংবাদিকদের বলেন, ধর্ষণের অভিযোগে শিহাবকে আটক করা হয়েছে। শুক্রবার আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।