মাস্ক না পরলে যুক্তরাজ্যে ১১ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২০, ১০:২২ অপরাহ্ণ
লন্ডন প্রতিনিধি
মাস্ক না পরলে যুক্তরাজ্যে ১১ হাজার টাকা জরিমানা
সাধারণ জনগণ মাস্ক না পরলে সর্বোচ্চ ১০০ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৮৩৪ টাকা জরিমানার বিধান রেখে নতুন আইন জারি করেছে যুক্তরাজ্য সরকার। গতকাল থেকে চালু হওয়া এই নতুন আইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির বাণিজ্য সংস্থা ও সংসদ সদস্যরা। তারা বলছেন, নতুন আইন কেমন করে প্রয়োগ করা হবে তা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে।যদিও পুলিশ বলছে, জরিমানার বিধান একদম সর্বশেষ কার্যক্রম হিসেবে প্রয়োগ করা হবে।সুপারমার্কেট, ইনডোর শপিং সেন্টার, ট্রান্সপোর্ট, ব্যাংক এবং ডাকঘর সহ লোকসমাগম যে সকল জায়গায় হয় সেই সকল স্থানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।