প্রেসিডেন্ট ট্রাম্পকে চান না রিপাবলিকান ধনকুবেরা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২০, ২:৫৫ পূর্বাহ্ণ
ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট ট্রাম্পকে চান না রিপাবলিকান ধনকুবেরা যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার দলের ধনীরাই তাকে সমর্থন দেবেন না বলে জানিয়েছেন। এমনকি তারা বিরোধী প্রার্থী ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে সমর্থন দিতেও উঠেপড়ে লেগেছেন।টেনেসিস অঙ্গরাজ্যের অন্যতম ধনী জিমি টোস ট্রাম্পের ৮০ ভাগ মতের সঙ্গে একমত।
কিন্তু তিনি জানান, দেশের গণতন্ত্র ট্রাম্পের হাতে নিরাপদ নয় বলে তিনি সমর্থন প্রত্যাহার করেছেন। তিনি বরং ট্রাম্পকে হারাতেই কোটি কোটি ডলার ব্যয় করছেন।আর লিংকন প্রজেক্টের শীর্ষ রিপাবলিকান ধনীরাও ট্রাম্পের বিরোধিতায় নেমেছেন। এমনকি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ যাতে ডেমোক্র্যাটরা পান সেই চেষ্টাও তারা করছেন।জিমি টোস ছাড়াও ট্রাম্প বিরোধীর তালিকায় ওয়ালমার্টের উত্তরাধিকারী ক্রিস্টি ওয়ালটন, হেইজ ফান্ডের রেডলিফসহ অনেকেই রয়েছেন যারা সবাই রিপাবলিকান।
- রয়টার্স