টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২০, ৬:১৭ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যান সংঘের প্রেসিডেন্ট ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।