ভারতের দেয়া উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন এখন বাংলাদেশের দর্শনায়

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২০, ২:৩১ অপরাহ্ণ
ভারতের দেয়া উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন এখন বাংলাদেশের দর্শনায়।
আজ সোমবার বিকেল ৪টায় পবিত্র ঈদ উপলক্ষে ভারতের দেয়া উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) বাংলাদেশের দর্শনায় এসে পৌঁছেছে। ইঞ্জিনগুলি ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশের দর্শনা ও ভারতের গেদে ইন্টারকানেকশন পয়েন্টের মাধ্যমে বাংলাদেশ রেল কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলভবন থেকে এবং ভারতের রেলমন্ত্রী দিল্লি থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন। এদিন বিকাল সাড়ে ৩টায় লোকোমোটিভগুলি নানা রঙের ফুল দিয়ে বর্ণিল সাজে ভারত থেকে বাংলাদেশের দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তের জয়নগরে প্রবেশ করে। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মীরা থার্মাল স্ক্যানার দিয়ে ভারতীয় ড্রাইভারসহ অন্যদের করোনা টেস্ট করেন। এরপর বিকেল ৪টায় সেগুলি দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছে।
আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়াও চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর, বাংলাদেশ রেলওয়ের জিএম (পশ্চিম) মিহির কান্তি গুহ, অতিরিক্ত মহা-পরিচালক (রেলভবন) মনজুর উল আলম চৌধুরী, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মাসউদুর রহমান, প্রধান যন্ত্র প্রকৌশলী মো. কুদরাত-ই খোদা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (পাকশি) মো. আসাদুল হক, চিফ সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
অপরদিকে ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের পক্ষে কলকাতা ট্রাফিক ইন্সপেক্টর (ইঞ্জিন) অশোক কুমার বিশ্বাসসহ ৫ জন নেতৃত্ব দেন।
বাংলাদেশের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগিতা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। সেই সংকট কাটাতে বাংলাদেশ রেলওয়ে ভারত থেকে গত বছর লোকোমোটিভ ভাড়া করতে চেয়েছিল। কিন্তু বন্ধু প্রতীম ভারত বাংলাদেশকে ভাড়ায় নয় উপহার হিসাবে এগুলি প্রদান করল।