জার্মানিতে মাক্স না পড়ায় বিমানে দুই নারী যাত্রীকে এক লাখ টাকা আদায়

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২০, ২:৫৯ অপরাহ্ণ
জার্মানিতে মাক্স না পড়ায় বিমানে দুই নারী যাত্রীকে এক লাখ টাকা আদায়,করোনা মহামারির কারণে বিশ্বের অনেক দেশেই বাইরে বেরোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে অনেকেই মাস্ক পরতে অস্বস্তি বোধ করেন। জার্মানিতে বিমানে মাস্ক পরতে রাজি না হওয়ায় দুই নারীকে এক হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ টাকা) জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও করা হবে।
পুলিশ জানিয়েছে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে মিউনিখগামী ফ্লাইটে ওঠার পর ৩৭ বছর বয়সি দুই যমজ বোন মাস্ক পরেননি৷ ফ্লাইট অ্যাটেন্ডন্টরা তাদের দুজনকে বার বার মাস্ক পরার অনুরোধ করা সত্ত্বে তারা মাস্ক পরতে রাজি হননি।ফ্লাইট অ্যাটেন্ডন্টদের বক্তব্য অনুযায়ী যমজ বোনেরা মাস্ক তো পরেইনি বরং কেবিন চিফকে মধ্যাঙ্গুলি দেখিয়ে অপমান আর অবজ্ঞা প্রকাশ করে৷
বিমানটি জার্মানির মিউনিখ এয়ারপোর্টে অবতরণের সাথে সাথেই দুই বোনের সাথে পুলিশ কথা বলে এবং বিমানে মাস্ক না পরার জন্য প্রত্যেককে এক হাজার ইউরো করে জরিমানা দিতে হয়৷ এরপরই কেবল দুই বোনের বাইরে যাওয়ার অনুমতি মেলে৷ এখানেই শেষ নয়, বিমানে অপমানজনক আচরণের ব্যাখ্যা দুই বোনকে আদালতে দিতে হবে৷