আইএসের দায় স্বীকার পল্লবী থানায় বোমা বিস্ফোরণে

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২০, ৮:১২ অপরাহ্ণ
আইএসের দায় স্বীকার পল্লবী থানায় বোমা বিস্ফোরণে
বুধবার (২৯ জুলাই) রাত ৮টা ৪৬ মিনিটে স্বীকারোক্তিমূলক টুইট করেন রিতা কার্টজ।রাজধানীর পল্লবী থানা কম্পাউন্ডের ভিতরে বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে কথিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।বুধবার (২৯ জুলাই) রাতে সাইট ইন্টেলিজেন্স তাদের টুইটার ও নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। রাত ৮টা ৪৬ মিনিটে স্বীকারোক্তিমূলক টুইট করেন রিতা কার্টজ।তবে ঢাকার পুলিশ কর্মকর্তারা এই বিস্ফোরণের সঙ্গে কোনও ধরনের জঙ্গি সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে।
ওই ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- পরিদর্শক ইমরান, উপ পরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অংকুর, পিএসআই রোমিও এবং রিয়াজ।