মডার্নার করোনা ভ্যাকসিন সাফল্যের পথে

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২০, ৫:১৩ পূর্বাহ্ণ
মডার্নার করোনা ভ্যাকসিন সাফল্যের পথে,এবার মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্ষেত্রে আশা দেখাল যুক্তরাষ্ট্র। মার্কিন বায়োটেক ফার্ম মডার্নার গবেষণা আশাজনক ফল দেখাচ্ছে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে।রিপোর্টে জানা গেছে, বানরের শরীরে এই ভাইরাস থাবা বসাতে পারেনি ভ্যাকসিন দেওয়ার পর।
বিশেষত এদের থেকে অন্যদের শরীরে ছড়ানোর প্রবণতা অনেক কমে গেছে।জানা গেছে, ভ্যাকসিন দেওয়ার চার সপ্তাহ পর বানরের শরীরে করোনাভাইরাস প্রবেশ করানোর চেষ্টা করা হয়। নাক দিয়ে এবং সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটানোর চেষ্টা করা হয়। কিন্তু দু’দিন পর দেখা যায় তাদের কারও ফুসফুসে ভাইরাস নেই।