ভার্চুয়াল জঙ্গি কার্যক্রম নজরদারীতে রাখা হচ্ছেঃ র্যাব ডিজি

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২০, ৩:৪৯ অপরাহ্ণ
ভার্চুয়াল জঙ্গি কার্যক্রম নজরদারীতে রাখা হচ্ছেঃ র্যাব ডিজি, অনলাইনে জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। যেকোনো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে আমরা সচেষ্ট রয়েছি।আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।র্যাব মহা-পরিচালক বলেন, যেকোনো বড় ধরনের ইভেন্ট এলেই র্যাব সব বিষয় বিবেচনায় রেখেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকে। যাতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারি।
যেকোনো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে আমরা সচেষ্ট রয়েছি। অনলাইনেও জঙ্গি কার্যক্রম নজরদারি করা হচ্ছে। সারা দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বিষয় আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। নাশকতা ও হামলা মোকাবিলায় পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। দেশব্যাপী র্যাবের মোবাইল ফোর্স ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা সবাই পবিত্র ঈদের নামাজ আদায় করতে আসুন। নির্ভয়ে ঈদের নামাজ আদায় করুন।