সুনামগঞ্জ সহ সারা দেশের সর্বস্তরের মানুষের প্রতি সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের ঈদের শুভেচ্ছা বার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২০, ৪:৪০ অপরাহ্ণ
সুনামগঞ্জ সহ সারা দেশের সর্বস্তরের মানুষের প্রতি সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের ঈদের শুভেচ্ছা বার্তা,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জ সহ দেশও প্রবাসের সকল ধর্মপ্রাণ মুসলমান ও সবার প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পরিষদের সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান,আমাদের জীবনে মহা আনন্দের দিন পবিত্র ঈদুল আযহা।কিন্তু এ বন্যা ও করোনা ক্রান্তিলগ্নে আল্লাহর কাছে ক্ষমা ও দোয়া চাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই।
আল্লাহতালা সবাইকে এ মহামারী থেকে মুক্তি দান করুক এটাই কামনা করি।আবার যেন আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ঈদ উদযাপন করতে পারি আল্লাহর কাছে আমরা এটায় আশা করি। প্রতি বছর আমাদের সীমাহীন আনন্দ এবং কল্যাণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ।সকলের জন্য আনন্দঘন একটি দিন এই আনন্দ সবার ঘরে ঘরে সবার মাঝে সারা বাংলায় পৌঁছে যাক।এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের এই দেশ থেকে এই কামনা করি।