প্রথম দিনেই হটলাইনে ব্যাপক সাড়া সাহেদের বিরুদ্ধে আরও ৯২টি অভিযোগ এসেছে

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২০, ১২:৪০ পূর্বাহ্ণ
সাহেদের বিরুদ্ধে আরও ৯২টি অভিযোগ এসেছে সাহেদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য হটলাইন চালু করার পর থেকে এখন পর্য্যন্ত র্যাবের কাছে এক দিনেই ৯২টি অভিযোগ করেছে ভুক্তভোগীরা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমের ব্যাপারে যেকোনো অভিযোগ জানাতে বা আইনি সহায়তা পেতে ভুক্তভোগীরা এই হটলাইন নাম্বারটি ব্যবহার করতে পারছেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ শনিবার কালের কণ্ঠকে বলেন, ‘গত শুক্রবার হটলাইন চালু করার পর থেকে ২৪ ঘণ্টায় মৌখিকভাবে ৭২টি এবং ই-মেইলের মাধ্যমে ২০টি অভিযোগ পেয়েছি আমরা। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, বালু-পাথরসহ বিভিন্ন সামগ্রী দেওয়ার নামে প্রতারণা এবং জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগই বেশি।’
লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, সাহেদের প্রতারণায় ভুক্তভোগীরা হটলাইন নাম্বারে যোগাযোগ করে যেকোনো অভিযোগ বা আইনি সহায়তার ব্যাপারে জানাতে পারেন। র্যাব কাছে ভুক্তভোগীদের সহযোগিতা করবে। হটলাইনে যোগাযোগ নাম্বার – 01777720211 তদন্ত উইং, র্যাব হেডকোয়ার্টার্স। ই-মেইল : rabhq.invest@gmail.com
গত ৬ জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে শত শত অভিযোগ মিলেছে। বৃহস্পতিবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে ৬১টি মামলার তথ্য পাওয়া গেছে। বুধবার প্রতারক সাহেবকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বর্তমানে তিনি ডিবি হেফাজতে ১০ দিনের রিমান্ডে রয়েছেন।