সিলেট জেলা আওয়ামীলীগের শোক বার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২০, ৬:৩২ অপরাহ্ণ
জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফয়েজ আহমদ বাবরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো নাসির উদ্দিন খান।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ফয়েজ আহমদ বাবর হ্রদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর নুরজাহান হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংকটাপন্ন অবস্থায় চিকিসাধীন ছিলেন। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে যোগে তাঁকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে প্রেরণ হয়।