নিউইর্য়কের লেইক জর্জে পানিতে ডুবে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২০, ৫:৫৪ পূর্বাহ্ণ
নিউইর্য়কের লেইক জর্জে পানিতে ডুবে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু। নিউইয়র্কে ব্রঙ্কসের স্থায়ী বাসিন্দা তানভীর মিয়া ২২ বছরের ওই বাংলাদেশি তরুণের দেশের বাড়ি সিলেট জেলায়, সাতার জানা তানভির মিয়া বন্ধুদের সাথে নিউইয়র্ক এর লেইক জর্জে যান ঘুরাতে, সেই সময় সাঁতার কাটতে গিয়ে ডুবে যান তখন সাথে থাকা বন্ধুরা অনেক চেষ্টা করে তাকে আর বাঁচাতে পারেনি, ভিডিওতে সোনাযায় সাথে থাকা বন্ধুরা লাইফ জ্যাকেট ছুড়ে দেওয়ার কথা বলছে কেউ কেউ আবার বলছে চিল্লিয়ে হেল্প হেল্প, বন্ধুরা শুধু দেখেছে কিছু করতে পারেনি কারণ মৃত্যুই তাকে ডেকে ছিল বলে সেখানেই তার মৃত্যু হয়, তবে সাথে থাকা বন্ধুরা অনেক চেষ্টা করেছে তাকে বাঁচানোর জন্য, পুলিশ এসে তার লাশ উদ্ধার করে পুলিশ বলেছে এখনও তার মৃত্যুর সঠিক কারণ ভের করতে পারেনি,
ভিডিও তে দেখা যায় সবার চোখের সামনে যুবকের করুণ মৃত্যু। সাথে তাকা বন্ধুরা হেল্প হেল্প বলে ছিলাছিলি করেও বন্ধুকে বাঁচাতে পারে নাই ওই সময়,যুবকের এই করুণ মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।