দেশে ফিরেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২০, ৭:০৬ অপরাহ্ণ
দেশে ফিরেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি প্রায় দু’মাস টরন্টোতে পরিবারের সদস্যদের সাথে সময় কাটিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ওই সময় তার অসুস্থ স্ত্রী ফৌজিয়া আলমের থাইরোজনিত সমস্যায় গত ২৯ জুন অপারেশন হয়। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।কানাডা সফর নিয়ে দু একটি পত্রিকা নেতিবাচক খবর প্রকাশ করলে হানিফ তার প্রতিবাদ করে বলেন, আসলে একটি মহল আমার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সবসময় অপপ্রচার এবং এ ধরণের নেতিবাচক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এই রিপোর্ট লেখার সময় হানিফ তার নির্বাচিনী এলাকা কুষ্টিয়ায় রয়েছেন।