‘জাতির পিতা বঙ্গবন্ধু’র অনুপ্রেরণার অপর নাম বঙ্গমাতা’আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২০, ৬:২৭ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর দীর্ঘ আপোসহীন লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই নন, বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন।
এর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। অনুপ্রেরণার অপর নাম বঙ্গমাতা, সাহস ও ত্যাগের প্রতীকের নাম বঙ্গমাতা।শনিবার বিকালে ধানমন্ডির বাসভবন থেকে জয়পুরহাট পৌর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।এসএম কামাল হোসেন বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রচারবিমুখ ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছায়ার মতো আগলে রেখেছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন কারাগারে ছিলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নিবেদিতভাবে নীরবে-নিভৃতে বাঙালি জাতিকে সুসংগঠিত করে বাঙালির স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম এগিয়ে নিয়ে চলেছিলেন।তিনি বলেন, বঙ্গমাতা ছিলেন বলেই জাতির পিতা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের হাল ধরে সংগঠনকে শক্তিশালী করেছিলেন। একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী-সংসার, আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশের মহাসংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন, তখন দলীয় নেতাকর্মীর ঠিকানা ছিল বঙ্গমাতা। অবস্মরণীয় ও অনুকরণীয় নারীর অপর নাম বঙ্গমাতা।পৌর আওয়ামী লীগ সভাপতি আজম আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি সামছুল আলম দুদু এমপি, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগ নেতা রাজা চৌধুরী, শেখর মজুমদার, জাহিদুল আলম বেনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠিত হয়।