আন্তর্জাতিক আঙ্গিনায় ১৪ বছর পার হল: সাকিব আল হাসান

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২০, ২:৫২ অপরাহ্ণ
২০০৬ সালের ঘটনা। জিম্বাবুয়ে সফরে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার শেষ ম্যাচে তাই নতুনদের সুযোগ করে দেয় টিম ম্যানেজমেন্ট। ৬ই আগস্ট হারারেতে অভিষেক হলো সাকিব আল হাসানের। দীর্ঘ এই পথচলায় নিজেকে নিয়ে গেছেন বিশ্বসেরার কাতারে। বাংলাদেশের ক্রিকেটকেও পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। ২২ গজের আন্তর্জাতিক আঙ্গিনায় ১৪ বছর পার হওয়ার চারদিন পর ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব আল হাসান।
লম্বা সময় পথ পাড়ি দেয়া সাকিব দেখেছেন ক্যারিয়ারের উত্থান-পতন। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় নিষিদ্ধ হয়ে আছেন।অক্টোবরেই শেষ হবে নিষেধাজ্ঞা। মাঠে ফেরার প্রস্তুতিও শুরু করবেন আগামী মাসে। শুরুটা করতে চান নতুন উদ্যোমে, ‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে।’