রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে এসএমপির দক্ষিণ সুরমা থেকে একজনকে আটক করেছে র্যাব-৯।

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২০, ১:২৪ পূর্বাহ্ণ
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, মন্ত্রী, আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে ফেইসবুকে কটূক্তি এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে এসএমপির দক্ষিণ সুরমা থেকে একজনকে আটক করেছে র্যাব-৯।
রোববার (৯ আগষ্ট) রাত ৮টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্পে) এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে¡ এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ন চত্ত¡র এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি তাজুল ইসলাম সাজু (৩০) সিলেট জেলার বিশ্বনাথ থানার খাদিমপুর গ্রামের ইসমাইল মিয়ার পুত্র।
উলেখ্য যে, গ্রেফতারকৃত সাজু দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তিবর্গসহ রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক তাকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।