প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আজ খুলেছে সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২০, ১০:৩০ পূর্বাহ্ণ
দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আজ খুলেছে সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জানায়, মোট ৫৩টি বেঞ্চে বিচারকাজ চলবে। এর মধ্যে ১৮টি হাইকোর্ট বেঞ্চে নিয়মিত কার্যক্রম চলছে।
আর ৩৫টি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলছে। গেলো ২৬ মার্চ থেকে সরকারি নির্দেশনার সাথে মিল রেখে বন্ধ হয়ে গিয়েছিল দেশের সকল আদালতের কার্যক্রমও।
এর মধ্যে ১১ মে থেকে আদালতে ভার্চুয়াল বিচারকাজ শুরু হয়। পরে ৫ আগস্ট থেকে নিম্ন আদালতগুলোতে শারীরিক উপস্থিতি বজায় রেখে বিচারকাজ শুরুর সিদ্ধান্ত জানায় সুপ্রিমকোর্ট প্রশাসন।