বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন সিলেট ২ আসনের এমপি মোকাব্বির

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২০, ৬:৪৯ অপরাহ্ণ
নিউজ ডেস্ক:
ওসমানীনগরের তাজপুর-সুরতপুর সড়ক রিপিয়ারিংয়ের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
বুধবার (১২ আগস্ট) তাজপুর-সুরতপুরের রাস্তাটি পরিদর্শনে এসে মোকাব্বির খান বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই যে, অতি শীঘ্রই আপনাদের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান, ইউপি সদস্য আলী জাবেদ সুমন ও ইউপি সদস্য খালেদ আহমদ খুকু। এছাড়া এলাকার মুরব্বি লাল মিয়া, মজনু মিয়া, আব্দুল আলীম, তোতা মিয়া, আছমত আলী মাস্টার, আলাউদ্দীন উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুবায়ের আমীন, সেলিম আহমদ, রামিম, সাহেদ উদ্দিন, জাকির আহমদ কামিল, সজ্জল, আল আমিন, কামরুল, হাবিব, রাজন, মিনার, জনি, মিজান, এনাম, লেবু, সাঈদ, রাজু, জুনেদ, সালমান, তজমুল, খছরু, নাঈম ও এলাকার সর্বস্থরের জনসাধারণ।
এর আগে সড়কটির দুরাবস্থার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনার ঝড় উঠে। তাছাড়া দীর্ঘদিন থেকে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।