বঙ্গবন্ধু কোনো দলের নয়, বরং দেশের সম্পদ: জিএম কাদের

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২০, ৯:১৯ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু কোনো দলের নয়, বরং দেশের সম্পদ: জিএম কাদের
বঙ্গবন্ধু কোনো দলের নয়, বরং দেশের সম্পদ। তাই দলীয় গন্ডিতে আবদ্ধ না রেখে সবার মাঝে তার আদর্শকে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে দলটির বনানী কার্যালয়ে শোক দিবসের আলোচনায় তিনি বলেন, অন্য কারো নয় বঙ্গবন্ধুর ডাকেই মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
করোনা ইস্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের সমালোচনা করে জি এম কাদের বলেন, তাদের অভ্যন্তরীণ সমন্বয়হীনতার কারণে নিয়মিত ব্রিফিং বন্ধ হয়েছে।
কোনো-কোনো সরকারি হাসপাতালে রোগীদের সেবা না দিয়ে শোক দিবস পালন করা হচ্ছে বলে অভিযোগ করেন জিএম কাদের। বলেন, এটি বঙ্গবন্ধুর আদর্শ নয়।