তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ কে সিলেট বিমান বন্দরে অভ্যর্থনা জানিয়েছেন সিলেট আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৯:৫৩ পূর্বাহ্ণ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে সিলেট আর্ন্তজাতিক বিমান বন্দরে অভ্যর্থনা জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের নেতাকর্মিরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তথ্যমন্ত্রী ঢাকা থেকে বিমানযোগে সিলেট আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছলে তাকে সিলেটে স্বাগত জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও দৈনিক শুভপ্রতিদিনের প্রকাশক ও সম্পাদক সরওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ জেলা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করবেন। পরে রাত ৮টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে ফের ঢাকায় ফিরে যাবেন।