মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২০, ৭:১১ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে মোটর সাইকেল দিয়ে সচেতনতামূলক মহড়া দিতে দেখা যায়। তবে এটি আতঙ্ক নয়, মাদক সহ বিভিন্ন স্থানে অপরাধিদের আড্ডাস্থলকে সতর্ক ও সচেতনতার লক্ষ্যে এই মহড়া দেয়া হয়।
সোমবার ২৪শে আগস্ট সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়কে মোটর সাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায়। এ সময় রাস্তার ২ পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ অবলোকন করেন।
মহড়ায় নেতৃত্ব দেন মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত পরিমল চন্দ্র দেব, ওসি অপারেশন হুমায়ুন কবির সহ মডেল থানার অফিসাররা মহড়ায় অংশগ্রহণ করেন।