দোয়ারায় ভিন্ন ভবনে চলছে সমাজসেবা অফিসের কার্যক্রম !

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২০, ৭:৫২ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরের অবস্থিত ইউনিয়ন পরিষদ ভবন। এখানে উপজেলার ০৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। এ ভবনের পশ্চিম দিকের সিঁড়ি বেয়ে দুতলায় পাশাপাশি আরও দুটি সাইনবোর্ড টানানো। তার একটিতে লেখা উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়। অপরটি ব্যাংক এশিয়া সদর ইউনিয়ন শাখার এজেন্টের সাইনবোর্ড।
ইউনিয়ন পরিষদ ভবনে উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, নাকি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয় তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন স্থানীয় জনসাধারণ। সেবাগ্রহিতা ছাড়াও এখানে সাধারণ মানুষের বাড়তি বিড়ম্বনা বাড়ছে প্রতিনিয়ত। কখনো কম্পিউটার অপারেটরের দোকান, কখনোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয় আবার কখনোবা ব্যাংক এশিয়ার এজেন্ট মনে করে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ নানান সমস্যা নিয়ে দেদারসে ডুকে পড়ছেন উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে। অনেকে এক অফিসের কাজে এসে অন্য অফিসে ডুকে পরে রীতিমতো বিব্রত বোধ করছেন। উপজেলা প্রতিষ্ঠার পর দীর্ঘ কয়েক যুগ পেরিয়ে গেলেও আজোবধি আলোর মুখ দেখেনি উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়। প্রশাসনের অন্যান্য সেক্টরের নিজস্ব কার্যলয় থাকলেও উপজেলা সমাজসেবা অফিসের নিজস্ব কোনো কার্যালয় নেই।
খোঁজ নিয়ে জানা যায়, সমাজসেবা অফিসের স্থায়ী কার্যালয় নির্মাণের বিষয়ে উপজেলার মাসিক সমন্বয় সভায় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। শুধু নিজস্ব কার্যালয়ের সংকটই নয়, এছাড়াও আরো নানা সমস্যা ও সংকটে জর্জরিত উপজেলা সমাজসেবা অফিস। উপজেলার নয়টি ইউনিয়নে মাত্র ৩জন সমাজকর্মী দিয়ে চলছে কার্যক্রম। এদের মধ্যে দুজনই প্রবীণ। পর্যাপ্ত জনবল না থাকায় কাজের বাড়তি চাপ মোকাবেলা করতে হচ্ছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিজস্ব কার্যালয় না থাকায় আপাতত ইউনিয়ন পরিষদের ভবন ভাড়া নিয়ে কাজ চলছে। এখানে প্রতিদিন নানা ঝামেলা পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনকে ভবন সংকটের বিষয়টি অবহিত করেছি।
ইউএনও সোনিয়া সুলতানা বলেন, উপজেলা পরিষদের ভবনে রুম সংকট থাকার কারণে অন্যত্র রুম ভাড়া করে আমাদের অনেক অফিসের কার্যক্রম চলছে। আগামীতে নতুন ভবন নির্মাণ হলে তখন সমাজসেবা অফিসের নিজস্ব কার্যালয় দেওয়া হবে।