দক্ষিণ সুনামগঞ্জের সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২০, ১:১৬ অপরাহ্ণ
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাসুদ আহমদ(৪০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
জানা যায়, জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সিলেট পাঠানো হলে তাঁর নমুনা পরিক্ষার রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়। বর্তমানে তিনি তাঁর নিজ বাসস্থানেই হোম আইসোলেশনে রয়েছেন।
মুঠোফোনে কথা হলে মোঃ মাসুদ আহমদ বলেন, গত ২১ তারিখ থেকে আমি করোনা আক্রান্ত। আমার শারীরিক অবস্থা ভালো আছে। দ্রুত সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া চাই।