কামারচাকের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটিকে ৩০ (ত্রিশ) শয্যা করণে সিভিল সার্জনের পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২০, ৫:০৯ অপরাহ্ণ
রাজনগর উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, মোঃ শাহজাহান খান এর আবেদনের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট শিল্পপতি ও তরুণ সমাজসেবক, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ জিল্লুর রহমানের অক্লান্ত প্রচেষ্টায় মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নস্হ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটিকে ৩০ (ত্রিশ) শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নির্দেশে, আজ ২৯শে আগস্ট শনিবার বিকেলে ৭নং কামারচাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শনে আসেন, ডাঃ তৌহিদ আহমদ, সিভিল সার্জন মৌলভীবাজার জেলা। ডাঃ বর্নালী দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাজনগর, মৌলভীবাজার।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ কায়েস আহমদ, কামারচাক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য, অলিলা গ্রুপের পরিচালক,জনতার বন্ধু মোঃ জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও মৌলভীবাজার সদর রাজনগর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নেছার আহমদ এমপি মহোদয়কে কামারচাক ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়েছেন অত্র ইউনিয়নের আপামর জনসাধারণ।