বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শাবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ১:৪২ অপরাহ্ণ
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ছাত্রলীগ।
রবিবার (৩০শে আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্থানে এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে তারা।
এ সময় উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ, সহ- সম্পাদক
মোশারফ হোসেন ও জিবিবি বিভাগের সভাপতি অভিষেক সরকার সহ আরো বেশ কিছু নেতাকর্মী।
যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বলেন, ‘মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ক্যাম্পাসে ফলজ বৃক্ষ সহ বিভিন্ন ধরনের বৃক্ষের চারা রোপন করি। পরিবেশ বান্ধব সবুজ ক্যাম্পাস গড়তে আমাদের এ কর্মসূচিতে শাবিপ্রবি ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।আশা করি, ভবিষ্যতে এ সকল বৃক্ষ ক্যাম্পাসের পরিবেশ রক্ষা, সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রকম ফলের যোগান দিবে।’