ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২০, ২:৩৫ পূর্বাহ্ণ
ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে,শনিবার (০১ আগস্ট) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।
নামাজের আগে মসজিদে মাইক থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিতে বলা হয়। মসজিদে প্রবেশ পথে বসানো হয় জীবাণুনাশক স্প্রে বুথ। অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন।মুসল্লিদের সবাই মাস্ক পরলেও খুব একটা সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়।