মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সর্বাধিক বড় মিশন

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২০, ২:২৫ পূর্বাহ্ণ
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সর্বাধিক বড় মিশন ফ্লোরিডার মহাকাশ কেন্দ্র থেকে মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করে রোভার পারসিভিয়ারেন্স।সব ঠিক থাকলে ২০১২১ সালের ১৮ ফেব্রুয়ারি মঙ্গলে পৌঁছাবে রকেট। এটি ২০২০ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার সর্বাধিক বড় মিশন বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।
১৯টি ক্যামেরা এবং দুইটি অত্যন্ত উন্নতমানের মাইকের সাহায্যে মঙ্গলে প্রাগৈতিহাসিক প্রাণের সন্ধান করবে এটি।নাসার দাবি, এই প্রথম মঙ্গল থেকে শব্দ সংগ্রহ করা হবে। এর আগে, ২০১২ সালে নাসার পাঠানো কিউরিওসিটি এখনও কাজ চালিয়ে যাচ্ছে মঙ্গলে।