করোনা সন্দেহে ঈদে বাড়ি ফেরা ব্যক্তিকে মারধর

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২০, ৩:৪৭ পূর্বাহ্ণ
করোনা সন্দেহে ঈদে বাড়ি ফেরা ব্যক্তিকে মারধর ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে ঈদে বাড়ি ফেরা মহিন উদ্দিন বাবলু নামে এক ব্যক্তিকে করোনা রোগী সন্দেহে মারধর করেছে স্থানীয়রা। আহত ব্যক্তিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।হাসপাতালে চিকিৎসাধীন মহিন উদ্দিন বাবলু অভিযোগ করেন, তিনি চট্টগ্রামের বঙ্গজ কোম্পানীতে চাকুরী করেন। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করতে শুক্রবার বালিগাঁও ইউনিয়নের ডোমরা এলাকার গ্রামের বাড়িতে এসেছেন।
রোববার বিকালে এলাকার স্থানীয় মিন্টু মিয়ার দোকানের সামনে তাকে হঠাৎ ঘিরে ধরেন মোফাজ্জল হোসেন শাহীন, সাখাওয়াত হোসেন বাবু, মুন্না সহ কয়েকজন। কিছু বুঝে উঠার আগে তাকে করোনা রোগী আখ্যা দিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মারধরকারীরা সরে পড়ে। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
বাবলু আরও জানান, বিষয়টি তিনি সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলকে অবহিত করেছেন। এ ঘটনায় তিনি ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।