ছাত্রলীগ নেতার উপর হামলায় মিন্টু আসামী

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২০, ৬:০৭ অপরাহ্ণ
সুনামগঞ্জে সেচ্ছাসেবকলীগ নেতার ওপর ছাত্রদল ক্যাডারের হামলা
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ও জনতা ফার্মেসী মালিক অন্তত নারায়ণ রায় জনির উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শীর্ষ সন্ত্রাসী আশিস দাস জনির ওপর হামলা করে। নারায়ন রায় জনি বলেন, রাজনৈতিক বিরোধিতার জের ধরে এ্যাড. মনিষ কান্তি দে মিন্টুর নির্দেশে ছাত্রদল ক্যাডার আশিস দাশ প্রথমে আমার উপরে হামলা চালায় এবং আমার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। আমার চিৎকার শুনে অপু দাশ যখন আমাকে উদ্ধার করতে ছুটে আসে তখন হঠাৎ মনিষ কান্তি দে মন্টুসহ তার কাকা পঙ্কজ দাশ, পিনাক দাশ ও চন্দন দাশসহ আরো অনেকে আমার এবং অপুর উপর হামলা চালায়, এসময় অপুর গলার সোনার চেইন ছিনিয়ে নেয় সন্ত্রাসী ও আমাদের মারধোর করে।
তিনি আরো বলেন, সুনামগঞ্জ মডেল থানায় আমহ মামলা দায়ের করেছি।
