মৌলভীবাজারে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ২দিন ব্যাপী অনলাইন কর্মশালার উদ্বোধন ;

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২:২৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ২দিন ব্যাপী অনলাইন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর উদ্যোগে মন্ত্রীপরিষদ বিভাগ ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় প্লাটফ্রম ফোর ডায়লগস প্রকল্পের আওতায় টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ঢাকা থেকে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব শাহিন ইসলাম এনডিসি।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি, আর্মেনিয়া থেকে কর্মশালায় সংযুক্ত হন পিফোর ডি এর টিম লিডার আর্সেন স্টেফেনিয়ান।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনজুরুল আলম এর পরিচালনায় শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় কর্মশালার প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব ড. মো: গোলাম ফারুক, উপসচিব মো: মোখলেছুর রহমান, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম।
কর্মশালায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নেছার উদ্দিন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর উপ পরিচালক মো: আবুজার গাফ্ফারী।
এতে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,
এস এম উমেদ আলী, বিকুল চক্রবর্তী, সালেহ এলাহী কুটি, ইমন দেব চৌধুরী, আহমদ ফারুক মিল্লাদ ও এস কে দাশ সুমন।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সেমিনার হল ও নিজ অবস্থান থেকে ২৫ জন টেলিভিশন সাংবাদিক অংশ গ্রহণ করেন।