ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৪ পূর্বাহ্ণ
সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম আল আমীন (২২) । তিনি উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাঠানচক গ্রামের আয়াজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর দিপন। তিনি বলেন, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবক নিহত হয়েছে। বিস্তারিত জানতে দূর্ঘটনাস্থলে সিলেট রেলওয়ে থানা পুলিশের একটি দল গেছে।
এদিকে প্রতক্ষ্যদর্শীরা জানান, আজ শনিবার দিকে উপজেলার উস্তারের ও মোস্তফার সড়কের রেলওয়ের মধ্যেখানে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আল আমিনের মৃত্যু হয়। এই সময় তার দেহ ছিন্নভিন্ন টুকরা রেলওয়ের আশেপাশে পাওয়া যায়। তবে কিভাবে আল আমিন ট্রেনের নিচে কাটা পড়ে সেই তথ্য এখনো পাওয়া যায়নি।