মৌলভীবাজারে গভীর শ্রদ্ধায় এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত:

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ণ
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় মৌলভীবাজারে পালিত হয়েছে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান এর ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার গ্রামের নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ করা হয়েছে। শনিবার ৫ই সেপ্টেম্বর সকাল ১১টায় এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ,দলীয় নেতা কর্মী ও পরিবারের সদস্যরা। পরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন তারা। এ সময় উপস্থিত ছিলেন মরহুম সাইফুর রহমানের পুত্র সাবেক সংসদ সদস্য, ও জেলা বিএনাপির সভাপতি এম নাসের রহমান,সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জিকে গৌছ,এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ,জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,২০০৯ সালের ৫ই সেপ্টেম্বর এইদিনে জন্মস্থান মৌলভীবাজার থেকে গাড়ী যোগে ঢাকা যাওয়ার পথে আশুগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ৭৭ বছর বয়সে মারা যান সাবেক এই অর্থমন্ত্রী। সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক লাভের পর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস) থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। সাইফুর রহমান ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সামরিক সরকারের বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন। ১২ বার দেশের বাজেট পেশ করা এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন।