পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৪:২২ অপরাহ্ণ
পরিকল্পনামন্ত্রীর নির্দেশনা মোতাবেক বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের কর্মকাণ্ড বাস্তবায়নে চলমান বিশ্ব এই মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই মানবিক কাজে নিয়োজিত থাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার(০৫ সেপ্টেম্বর) রাতে শাবির ল্যাব থেকে হাসনাত হোসেনের নমুনা পরীক্ষার রির্পোট পজেটিভ আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন।
তিনি জানান, জ্বরসহ করোনার উপসর্গ শরীরে থাকায় কয়েকদিন যাবৎ বাড়িতেই অবস্থান করেছিলেন তিনি। গতকাল শুক্রবার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সিলেট পাঠানো হলে আজ তাঁর নমুনা পরিক্ষার রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়। বর্তমানে তিনি তাঁর নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন। তিনি তার সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন।