শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসা চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৬:১৯ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের বাসায় চুরির ঘটনায় চুরি হওয়া মালামাল ৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে শহরের শাহীবাগ আ/এ, এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি মোবাইল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, পুলিশ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরকে গ্রেফতার করা হয়েছে। পরে চোরের দেয়া তথ্যমতে শাহীবাগ এলাকার আনোয়ার মিয়ার বাসার পশ্চিমে কচুরিপানার ঝোপ থেকে চুরি হওয়া মালামাল ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত, চোরের নাম রাজন মিয়া বলে জানা যায়।
উল্লেখ্য, গত ৩১ আগষ্ট উপজেলা ‘উপজেলা আইনশৃৎঙ্খলা কমিটি’র সভাপতি ও নির্বাহী অফিসারের বাসায় ভোরে দিকে চুরি হওয়ার পর শ্রীমঙ্গলের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়। তবে পুলিশ এ ঘটনায় জোর তৎপরতা চালিয়ে চোর ও চুরিকৃত মালামাল উদ্ধার করতে পারায় সামাজিকযোগাযোগ মাধ্যমে জনগণ পুলিশের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।