আরো পাঁচ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন হবে

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭ পূর্বাহ্ণ
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এ ছাড়া মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে দেশের ৬৪ জেলাতেই শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আদলে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের দ্বিতীয় ধাপের রূপরেখা তৈরি করছে তথ্য-প্রযুক্তি বিভাগ।
প্রকল্প বাস্তবায়নে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হবে; একইসঙ্গে সংসদ সদস্যদের তালিকার ভিত্তিতে। সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও যুক্ত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা।
সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ করে এটুআই প্রোগ্রাম, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন-ইনফো সরকার-৩ প্রকল্প, মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক সিলেট ও রাজশাহী প্রকল্প, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পসহ অন্য সব প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়