যুবদল নেতা জয়নুল ইসলামের মায়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক।

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ৭:১২ অপরাহ্ণ
সিলেট মহানগর যুবদল আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জয়নুল ইসলাম এর মমতাময়ী মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভোগে গতকাল রবিবার দুপুরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।
যুবনেতা জয়নুলের মায়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমার আত্নার গভীর শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমার নামাজে জানাযা গতকাল বাদ এশা বিশ্বনাথ উপজেলা রামপুর নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও অংগসংঠনের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
যুবনেতা জয়নুলের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট মহানগর যুবদল আহব্বায়ক নজীবুর রহমান নজীব,
সিলেট জেলা যুবদলের আহব্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু,
সিলেট মহানগর যুবদল আহব্বায়ক কমিটির সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক ও সিলেট জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য সচিব মকসুদ আহমেদ প্রমুখ।
শোক বার্তায় সিলেট জেলা ও মহানগর যুবদল এর পক্ষ থেকে মরহুমার পবিত্র রুহের মাগফেরাত কামনা ও শোক প্রকাশ করা হয় ।