নারায়ণগঞ্জের ঘটনায় তিতাসের চার কর্মকর্তাসহ ৮ জন সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২:১৩ অপরাহ্ণ
গ্যাসের লিকেজ থেকে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস ফতুল্লা অফিসের চার কর্মকর্তাসহ আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (সেপ্টেম্বর ৭) দায়িত্বে অবহেলার কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের বরখাস্ত করে।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত ওই মসজিদটি ফতুল্লা আঞ্চলিক অফিসের অধীনে। দায়িত্বে অবহেলার কারণে ওই অফিসে ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, দু’জন প্রকৌশলী ও জরুরি রেসপন্স টিমের চারজন স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন একজন। বাকি ৯ জন এখনো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়ছে।